গুণবতী কন্যা
জাহাঙ্গীর বারী
সারাক্ষণ তোমার ভাবনায় ডুবে থাকি,
মনে মনে কত ছবি যে আঁকি।
ঘোমটা আর নাকফুলে তুমি অপরূপা বধূ,
করেছো আমায় কি যে যাদু।
সারাক্ষণ দেখি আমি তোমার মুখচ্ছবি,
ভাবনায় হয়ে যাই প্রেমের কবি।
জীবন্ত তুমি যেন আছো দাঁড়িয়ে,
কাছে ডেকে নিচ্ছো হাত দুটি বাড়িয়ে।
অসীম সীমানার অসীম প্রান্তে,
তোমার আমার আলাপন একান্তে।
ইশারায় ডেকে যায় তোমার অধর যুগল,
সেথায় ফুটেছে যেন রক্তিম শতদল।
দিনরাত ডাকো তুমি কামনায় বাসনায়,
উচ্ছল নূপুরের ঝন্কারে আসো তুমি ধীর পায়।
আদরে আদরে প্রকম্পিত তনু,
এপারে বাজিয়ে যাই ভালোবাসার বেণু।
বুকেরই মাঝখানে তোমায় আগলে রাখি,
ভালোবাসার সবটুকু এখনো দেওয়ার বাকি।
ভালোবাসার সবটুকু দেবো ষোল আনা,
তুমি যে আমার একান্ত আপনজনা।
সব গুণে গুণান্বিত তুমি গুণবতী কন্যা,
তোমার জন্য বয়ে দেবো ভালোবাসার বন্যা।
তোমাকে চাই সারাবেলা সারাক্ষণ,
আপন করে রাখবো তোমায় আজীবন।