তন্দ্রালোকের তরী
জাহাঙ্গীর বারী
ঊষার রবিকরে,
ভোরের শিশিরে,
চিকচিক দূর্বাঘাসে,
চরণ হাসে,
সিক্ত ছোঁয়ায়,
আবেশ জড়ায়,
এমনো ক্ষণে,
থাকতে যদি সনে,
শিশিরে ধুয়ে,
দিতাম তোমার পদ যুগল ছুঁয়ে।।
উদাস দুপুরে,
কোনো অচিনপুরে,
রৌদ্র দাহে,
তপ্ত দেহে,
মেঘের ছাউনি,
ছায়ায় অবনী,
এমনো সন্ধিক্ষণে,
চেয়েছি তোমায় মনে মনে,
থাকতে যদি পাশে,
উদাস দুপুর যেতো হেসে।।
মায়াবী সন্ধ্যায়,
পাখি ফিরে কুলায়,
জ্বালিয়েছি সেঁজুতি,
দেখবে তুমি মায়াবতী,
সন্ধ্যার সাজে,
ঘোমটায় লাজে,
এমনো মায়াবী সন্ধ্যায়,
পাশে থেকো অবলীলায়,
থাকো যদি নির্দ্বিধায়,
ভালোবাসবো আলো ছায়ায়।।
নিকষ তিমির রজনী,
তুমিহীন আমি সজনী,
তন্দ্রালোকের তরী,
ভিড়ছে তড়িঘড়ি,
আসছে দু চোখে ঘুম,
তুমি ললাটে দিয়ে যাও চুম,
এমনো নিশিরাতে,
থাকতে যদি সাথে,
ঘুমের ঘোরে,
জেগে উঠতাম ভোরে।।