অচল নোনাজল
জাহাঙ্গীর বারী
কারো স্বপ্ন বিনষ্ট হয়ে যায় অঙ্কুরেই,
কারো স্বপ্ন প্রস্ফুটিত হয়ে যায় না চাহিতেই।
এটা নয় হীনমন্যতা,
এটা হয়ত নিয়তির দৈন্যতা।
মন দিয়ে মনকে করা যায় জয়,
আসলে সবার কি এটা হয়?
বিন্দুসম মায়া যদি তার না থাকে,
সে কি আর তোমাকে অন্তরের আধারে রাখে।
কখনো চোখের কোণে জমে নোনাজল,
অচল পয়সার মতো সে জল হয় অচল।
চোখের পাতা দুটি নোনাজলকে করে রাখে আড়াল,
মনের সাথে মনের যুদ্ধে মন হয়ে যায় বেহাল।
কত জমানো ব্যথা আছড়ে পড়ে বেদনার তটে,
দুঃখ বিলাসী মনের শুধু দুঃখটাই জুটে।
সব ব্যথা কি থেকে যায় গোপনে?
কিছু ব্যথা তো ফুটে উঠে জীবনের অঙ্গনে।
জীবনের বেলা শেষে মায়াটা হয়ে যায় শূন্য,
ধুঁকে ধুঁকে চলা জীবনটা একেবারে নগণ্য।
নিয়তির পরিহাসে জীবনটা মেকি হাসে,
অতীত জীবনের স্মৃতি মানসপটে ভাসে।
জীবনটা হয়নি অমিয় সুধা,
অন্ততের গভীরে রয়ে গেছে ভালোবাসার ক্ষুধা।
এতো ব্যথা বহনে বুকটা করে ওঠে চিনচিন,
কখন যে বেজে ওঠে বিদায়ের বীণ।