সিএনএম ২৪ ডটকমঃ
ভারতের উত্তরপ্রদেশে বিচিত্র এক ছাগল ছানার জন্ম হয়েছে। ওই ছানার সবচেয়ে বড় অবাক করা বিষয় তার একটিমাত্র চোখ। সেই চোখ আবার কপালে। আর সেই চোখের মধ্যেই রয়েছে দু’টি মণি। এতে উত্তরপ্রদেশের বিজনৌর জেলার মোরহাট গ্রামে ছাগলছানা দেখতে মানুষের ঢল নেমেছে।
দু’দিন আগে মোরহাট গ্রামের বাসিন্দা মাসিয়ার পোষ্য ছাগলটি দু’টি ছানার জন্ম দিয়েছে। একটি সম্পূর্ণ স্বাভাবিক হলেও দ্বিতীয় ছানাটির গড়ন অস্বাভাবিক।
কেবল চোখের অবস্থান ও গড়নের অস্বাভাবিকতাই নয়, আরও কিছু অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে তার। তার মুখের গড়নটি অসম্পূর্ণ। নিচের চোয়ালটিও ঠিক জায়গায় নেই। সব মিলিয়ে একেবারেই অদ্ভুত ছাগল ছানাটি।
তবে এলাকার পশু চিকিৎসক পুষ্কর রাঠি বলেন, ছানাটি জন্মগতভাবেই অস্বাভাবিক। এই ধরনের শাবকরা বেশিদিন বাঁচে না।