শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে ভারতে পাচারের চেষ্টা

  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ১.০১ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ভারতে পাচারের চেষ্টাকালে দুই মানব পাচারকারীকে আটক করেছে র‌্যাব। এসময় ওই নারীকে উদ্ধার করা হয়।

শনিবার (৫ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ওই নারীকে উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গাজীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন তালুকদারের ছেলে মো. বাবুল (৪০) ও সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মো. আব্দুল মাজেদ (৪৭)।

এর মধ্যে মো. বাবুল বর্তমানে বাগেরহাট জেলার রামপাল থানার গরমবা গ্রামে বসবাস করেন।

এছাড়া উদ্ধারকৃত নারীর বাড়ি বাগেরহাট জেলার রামপালে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে এক নারীকে ভারতে পাচারের উদ্দেশে মানব পাচারকারীরা সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পাচারকারী মো. বাবুল ও মো. আব্দুল মাজেদকে আটক করে এবং ওই নারীকে উদ্ধার করে।

পরে র‌্যাবের সহায়তায় উদ্ধারকৃত নারী বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মানব পাচার আইনে মামলা করেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, আটক দুই পাচারকারীকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com