সিএনএম প্রতিবেদকঃ
“নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১” সফল করার লক্ষ্যে বিশেষ শোভাযাত্রা আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১.৫০ টায় বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার) উদ্বোধন করেন।
শোভাযাত্রায় চিত্র নায়ক রুবেল, চিত্র নায়িকা মৌসুমি, অরুনা বিশ্বাস, চিত্র নায়ক সায়মনসহ চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ২৪ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর, সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার সম্মানিত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা’র শেষে নাগরিক তথ্য পক্ষ-২০২১ সফল করার জন্য সকলকে উদাত্ত আহব্বান জানান উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।