বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা আকৃষ্ট হচ্ছেন। জামাল ভূঁইয়া, তারিক কাজী, নবাব, মাহাদীর পর এবার নাম লেখালেন স্যামুয়েল এলহাজ হাডসন। জামাল ভূঁইয়ার দল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
স্যামুয়েল এলহাজের চুক্তি সম্পর্কে ক্লাবটির মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব বলেন, ‘সে গত মৌসুমে দুই সপ্তাহের মতো আমাদের দলে ছিল। তার বাবা বাংলাদেশি ও তার নিজের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সে সেন্টার ব্যাক পজিশনে খেলে। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর।’
আজ সোমবার সাইফ স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে স্যামুয়েল এলহাজের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ চলছে। দ্বিতীয় লেগে তার নিবন্ধন ফরম বাফুফেতে জমা দেবে সাইফ স্পোর্টিং। আগামীকাল থেকে দলের সঙ্গে অনুশীলন করার কথা তার। সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর সম্পাদন করেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো: নাসিরুদ্দিন চৌধুরী, এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমানসহ ক্লাবের অনেকেই।