দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছে বরিশাল। আগের ৪ বার বিপিএলে অংশ নিয়ে দুবার ফাইনাল খেলেছিল তারা। তবে শিরোপা ছোঁয়া হয়নি। এবার প্রত্যাবর্তনে সাকিব আল হাসানের নেতৃত্বে বেশ শক্ত দলই গড়েছে বরিশাল। দলটির ফ্র্যাঞ্চাইজি থেকে কোচ, সতীর্থরাও মনে করছেন সাকিবের হাত ধরেই শিরোপা আক্ষেপ ঘুচবে এবার।
প্রথমদিনের অনুশীলন শেষে বরিশালের অফ স্পিনার নাঈম হাসান বলছিলেন, ‘আল্লাহ যদি চায় আমরা ট্রফি জিতব।’
এরপর সাকিবে গুণমুগ্ধ নাঈম খুলে বসলেন প্রশংসার ঝাপি, ‘সাকিব ভাইয়ের সাথে অনেকটাই ইজি কারণ ভাইয়া আগেই বলে দিতে পারে কী করতে হবে, সিচুয়েশন কী ডিমান্ড করে, এখন কি হবে সব আগের থেকে বলে দেয়, যেটা বোলিং করার সময় সহজ হয়। যখন উনি অধিনায়ক ছিলেন (জাতীয় দলে) তখনও আগে থেকে বলে দিতেন সিচুয়েশন কি ডিমান্ড করছে।’
কিছুদিন আগেও বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন নাঈম। তবে শেষ ১ বছরে দেশের জার্সি গায়ে চাপাতে পারেননি।
নাঈম বলেন, ‘আসলে যখনই ক্রিকেট খেলতে আসি, যে টিমেই খেলতে আসি জিতার জন্যই নামি মাঠে। ইনশাআল্লাহ্ চেষ্টা থাকবে টিমকে জেতানো, বাকিটা আল্লাহর ইচ্ছা।