সিএনএম২৪ডটকমঃ
ভারতের কৃষক আন্দোলন নিয়ে সরব টুইটার। শুধু ভারত নয়, রিয়ানা, গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বও ভারতের কৃষক আন্দোলন নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করেছেন।
এরই মধ্যে ভারতের মহাতারকা সাচীন টেন্ডুলকার বলেছেন, ভারতের সার্বভৌমত্ব নিয়ে কোনো ছাড় দেয়া হবে না। বাইরের লোকেরা দর্শক হতে পারে, কিন্তু অংশগ্রহনকারী হতে পারবে না।
তিনি যোগ করেন, ভারতীয়রা ভারতকে চেনে এবং সিদ্ধান্ত নিজেরাই নেবে।
জাতি হিসেবে এক থাকার কথা বলেন সাচীন টেন্ডুলকার।ভিরাট কোহলি লিখেছেন, দ্বিমতের সময়টায় সবাই এক থাকি। কৃষকরা দেশের অবিচ্ছেদ্য অংশ।
তিনি যোগ করেন, আমি বিশ্বাস করি সব দলের মধ্যে শান্তি বজায় ও সামনে এগিয়ে যাওয়ার একটা পথ বের হবে।
অনীল কুম্বলেও টুইট করেছেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তার আভ্যন্তরীন বিষয়ের সমাধান নিজেই করতে পারবে।”
পপতারকা রিয়ানার একটি টুইটের পর ভারতে ও বিশ্বজুড়ে সোশাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়।