সিএনএম প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে গাঁজার গাছসহ গাঁজাচাষি নেপাল সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বুড়ামজুমদার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নেপাল সরকারের পানের বরজে অভিযান চালিয়ে ১৫টি গাঁজার গাছ উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নেপাল সরকার স্বীকার করে তিনি পেশায় একজন রাজমিস্ত্রী হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। তিনি নিজে গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে এই গাঁজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন। আটককৃত আসামিকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ বরগুনার বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বেতাগী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আটককৃত নেপাল সরকারকে আদালত প্রেরণ করা হয়েছে।