সিএনএমঃ
বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা ও মহানগর জামায়াত।
রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডস্থ একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বরিশাল আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মহানগর শুরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, রাজনৈতিক দল জনগনের জন্য কাজ করে। বাংলাদেশে রাজনৈতিক ধারায় বিভিন্ন ধরণের ব্যপ্তয় হয়েছে, হচ্ছে। আমরা এ ধারাকে পাল্টাতে চাই। জামায়াত ইসলাম যে রাজনৈতিক ধারা ধারন করছে সে বিষয়ে আগামী ২১ জানুয়ারি কর্মী সম্মেলনে আমীরে জামায়াত অবশ্যই বক্তব্য রাখবেন। বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে এবং ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এই ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।