সিএনএম প্রতিনিধিঃ
করোনা আক্রান্ত মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে হাসপাতাল নিয়ে যাওয়া সেই ছেলেকে সংবর্ধনা দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।
শনিবার (২২ মে) বেলা ১১টায় স্কুল শিক্ষিকা মা রেহেনা বেগম ও ছেলে ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটুর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনভাইরাসে আক্রান্ত হয়ে গত ৯ এপ্রিল (শুক্রবার) রেহানা বেগম নলছিটির সূর্যপাশা বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ১৭ এপ্রিল (শনিবার) দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিৎসকরা। লকডাউনের মধ্যে কোনো গাড়ি না পেয়ে সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে জিয়াউল হাসান টিটু- বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মা-ছেলের ছবি তুলে এক পুলিশ সদস্য ফেসবুকে দিলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। হাসপাতালে মায়ের সেবাযত্ন করেছেন দুই ছেলে জিয়াউল হাসান টিটু ও রাকিবুল হাসান ইভান। ছয়দিন চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় মাকে নিয়ে বাড়ি ফেরেন তারা। মা সুস্থ হলেও করোনা আক্রান্ত হয়ে পড়েন টিটু। ১৫ দিন বাড়িতে আইসোলেশনে থেকে ৯ মে (রোববার) সুস্থ হন তিনি। এ ঘটনায় দেশ ও বিদেশের মিডিয়ায় সংবাদ প্রচার হয়।