সিএনএমঃ
নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণযোগ্য কিনা তা খতিয়ে দেখবে কমিশন। কারণ আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট ও অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র সংযুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ইসি সচিবালয় সূত্রে জানা যায়, এই আবেদনটি নির্বাচন কমিশনের নীতিমালা অনুসারে সম্পূর্ণ হয়নি। ফলে আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় যাচাইয়ের জন্য ইসি তা পর্যালোচনা করবে।
সম্প্রতি ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। যিনি দাবি করেছেন, তিনি ওই দলের প্রধান। আবেদনে তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে উল্লেখ করা হয়। তার পিতা নরেশ চন্দ্র রায় এবং মাতা পারুল রায়।