সিএনএম প্রতিনিধিঃ
মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে উদনাছড়া নদীর ব্রিজের নিচে ফেলে দেয় স্বামী মসুদ মিয়া।
পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি করে ব্রীজের নিচে ফেলে দেয় স্বামী। এ ঘটনায় স্বামী মসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কাযালয়ে এক প্রেস বিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, গত ১৮ মে শ্রীমঙ্গল উপজেলায় সিন্দুরখান ইউনিয়নে পশ্চিম বেলতলী উদনা ছড়া ব্রিজের নিচে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর পা বাধা অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা হয়। পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান এর নেতৃত্বে তদন্ত করে প্লাস্টিকের বস্তায় লিখা “মোঃ অনিক শ্রীমঙ্গল” এর সূত্র ধরে হত্যাকারী মসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আসামী মসুদ মিয়া একজন দাদন ব্যবসায়ী। তিনি ৪টি বিবাহ করেছেন। মসুদ মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা য়ায় অজ্ঞাতনামা মৃত মহিলা তার ৪র্থ স্ত্রী ডলি আক্তার। গত ৭/৮ মাস পূর্বে ঝিনাইদহ সদর থানার বধনপুর গ্রামের মৃত ফেলু মন্ডলের মেয়ে ডলি আক্তারের সাথে শ্রীমঙ্গল নতুনবাজারে পরিচয় সুবাধে বিবাহ হয়। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসান মোহাম্মদ নাছের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মোজাহিদুল ইসলাম (পিপিএম), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচাজ মোঃ আব্দুছ ছালেক।