বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

খিলগাঁও থেকে নারীসহ সাতজন গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১, ৫.২৯ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে
খিলগাঁও থেকে নারীসহ সাতজন গ্রেপ্তার

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে বাবু মন্ডলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ। তাদের মধ্যে দুইজন নারীও আছেন। তাদের কাছ থেকে মদ, অস্ত্র, গুলি, হরিণের চামড়া উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাদের খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম মুরাদ। গ্রেপ্তারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।

সবুজবাগ থানার ওসি বলেন, গতকাল রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় সাইফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে মাঠে নামে সবুজবাগ থানা পুলিশ। আমাদের কাছে তথ্য আসে এই ঘটনার সঙ্গে জড়িতরা এখানে আছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পরে সেখান থেকে দুই নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আধা বোতল মদ, দুটি ওয়াকিটকি, একটি ব্যক্তিগত অস্ত্র, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ওই বাড়িতে হরিণ পোষা হতো। পরে হরিণ মারা যাওয়ায় তারা চামড়াটি সংরক্ষণ করে রেখেছিল।

ওসি আরো বলেন, যেহেতু ওই এলাকা খিলগাঁও থানার অধীনে তাই আমরা অভিযান শেষে খিলগাঁও থানার কাছে হস্তান্তর করেছি।

খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সবুজবাগ থানা অভিযান চালিয়েছে। তারা গ্রেপ্তার করেছে। আমাদের এলাকায় হওয়ায় তারাই থানায় মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com