সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর যাত্রাবাড়ি থানাধিন মাতুয়াইলের পূর্ব গোবিন্দপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ রং, ফ্লেভার ও জেনথন দিয়ে তৈরি ভেজাল ট্যাং এবং মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে র্যাব-৩, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান পরিচালন করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ক্যামিক্যাল, রং ও ফ্লেভার ব্যবহার একটি চক্র দীর্ঘদিন ভেজাল ট্যাং ও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় তৈরি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে মাতুয়াইলের পূর্ব গোবিন্দপুরে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।