সিএনএমঃ
রাজধানীর লালবাগ এলাকা হতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ১,৬৬,০০০ পিস ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল (৯ এপ্রিল) দুপুর ১২:৩০ ঘটিকা হতে বিকাল ০৩:৪৫ ঘটিকা পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১,৬৬,০০০ (এক লক্ষ ছেষট্টি হাজার) পিস অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ঔষধ কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রায়হানুর রহমান (৩১), পিতাঃ মোঃ হাফিজুর রহমান, সাং-আজিমপুর, থানা-লালবাগ, ঢাকা ও ২। মোঃ তাহানান জাওয়াদ (২৪), পিতাঃ ফিরোজ জামান, সাং-উত্তর শিমুলিয়া, থানা-দোহার, জেলা-ঢাকা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তীতে উক্ত ঔষধ দেশের বিভিন্ন এলাকায় ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল।