সিএনএম প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে মো. শাহজাহান মিয়া (৩২) নামে এক প্রতারক ও মানব পাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে র্যাব-১৪।
সোমবার (১৯ এপ্রিল) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃত মো. শাহজাহান মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. আ. জলিলের ছেলে।
তার কাছ থেকে ভূয়া নিয়োগপত্র, জাল বিমান টিকিট ও জাল ভিসা উদ্ধার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ কোম্পানী কমান্ডার আখের মুহম্মদ জয় বলেন, ‘শাহজাহান মিয়া ভুয়া নিয়োগপত্র, জাল ভিসা ও ভুয়া বিমান টিকিট করে গ্রামের সাধারণ মানুষদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাত করছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।’
নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে পুর্বধলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।