বিশেষ প্রতিবেদকঃ
রাজধানীর ফুটপাতগুলোর আসেপাশে রাস্তার মোড় মোড়ে ঝাক-ঝমক করে কাঁচের গ্লাসে ঘেরা নজর কারা সাজে বিভিন্ন জাতের ফলমূল,পানীতে ভিজানো ইসুবগুল কাচেঁর গ্লাসে ভর্তি করে তাহা শরবত হিসেবে ১০-১৫ টাকা গ্লাস বিক্রি করছে। এসকল গ্লাসে দেওয়া ফলমূল বিভিন্ন দোকানের ফেলে দেওয়া পচাঁ-দাগী ও নিম্ন মানের সংগ্রহ করা ফল। ঐ সকল দাগী পচাঁ ফল নষ্টটুকু ফেলে দিয়ে ভালটুকু আকর্ষনীয় ভাবে কেটে সাইজ করে শরবত বানিয়ে বিক্রি করছে। পথচারিরা রাস্তায় হেটে জাওয়ার পথে তৃঞ্চা মেটাটে নামমাত্র মূল্যে স্বাস্থ্যকর ফলের শরবত মন করে খাচ্ছে।ঐসকল শরবতে রয়েছে স্বাস্থ্যঝুকি।
ঐ সকল অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি হচ্ছে যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়,জুরাইন রেল গেইট, শনির আখড়া, গুলিস্থান, পল্টন, ফার্মগেইট, মিরপুর, মোঃপুর, আব্দুল্লাপুর, কুড়িল, মহাখালি, সদরঘাট, লালবাগসহ আরো একাধিক স্থানে । এ সকল দোকানের পাশ দিয়ে আইনশৃখলা বাহিনী সদস্যরা হেটে গেলেও দেখেও না দেখার মত করে থাকে।