সিএনএমঃ
ভোক্তভোগী এক নারীর অভিযোগসূত্রে জানা যায়, অভিযোগে যা উল্লেখ করেছেন গত ২০/১২/২০২২ইং সন্ধ্যা ৭ঘটিকার সময় আমি খিলগাঁও রেল গেইট হতে বাসায় আসার পথে আমার পথ গতি রোধ করে আমার দায়েরকৃত মামলার আসামী সাইফুল ও জামালসহ আরো দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি হুমকি দেয় যে, তাদের বিরুদ্ধে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-৭ ঢাকা, নারী শিশু নির্যাতন আইন হাতিরঝিল থানার মামলা নং-৫২, তারিখ-২১/০৩/২০২২ইং ধারা ৭/৯(৩)/৩০ ও বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত নং-০৩, মামলা নং-১৯২/২০২২ইং ঢাকা,ধারা-৯(৩)/৭/৩০ তৎসহ দন্ডবিধি ১৮৬০ এর ৩১৩ ধারা মামলা নিয়ে যদি আমি বাড়াবাড়ি করি এবং মামলা তুলে না নেই তাহলে আমার সন্তান ও আমাকে অপহরন করে হত্যার পর লাশ গুম করে ফেলবে এবং খিলগাঁও থানায় একটি সাধারণ ডাইরীর ফটোকপি আমার হাতে ধরিয়ে দেয় ও বলে এটা পড়ে দেখিস তোর মামলার আসামী আমাদের কেস পাটনার বাপ্পিকে দিয়ে খিলগাঁও থানায় তোর বিরুদ্ধে সাধারণ ডাইরী করেছি। উক্ত ডাইরীর প্রসিক্রিউশন কেটে তোর মামলার আসামীকে তোর স্বামী বানিয়ে পিবিআই হতে আমাদের বিরুদ্ধে তদান্তাধীন মামলাটি ফাইনাল রিপোর্ট করা হলো আর বাকি মামলাও শেষ করবো। তুই শুধু চুপচাপ থাকবি, নইলে তোর ছেলে আর তোর মৃত্যু ঘটবে। তখন আমি হুমকির মুখে সেখান থেকে চলে বাসায় এসে আমাকে দেয়া পত্র খানা পড়ে দেখি, আমার ধর্ষন মামলার ১নং আসামী তামিম রেজা বাপ্পি (৪০) পিতা মৃত-সুলতান রেজা, মাতা-জবা বেগম, সাং-ডেমরা রসুলনগর, থানা-ডেমরা, জেলা-ঢাকা খিলগাঁও থানায় আমার মিথ্যা স্বামী সেজে একটি নাটকীয় সাধারণ ডাইরী করেছে যাহার জিডি নং-১২৭, তারিখ-০২/১০/২০২২ইং উক্ত জিডিতে বাপ্পির স্থায়ী ঠিকানা ও এন.আই.ডি পরিচিতি উল্লেখ নাই। আর অস্থায়ী যে ঠিকানা ব্যাবহার করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভূয়া ঠিকানা, সেখানে বাপ্পি থাকে না। আর জিডিতে যে স্বাক্ষর দেয়া হয়েছে ইহাও বাপ্পির স্বাক্ষর না। পুলিশ গোপনে ঘুস গ্রহণ বা চাঁদাবাজি করে জিডিতে মিথ্যা তথ্য উল্লেখ করে বাপ্পিগংদের ধর্ষন মামলা হতে বাঁচাতে মামলার আসামী হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ ও পিপিআই এর গোলাম মোক্তার আশরাফ আমার বিরুদ্ধে সাজানো একটি জিডি করে কারণ বাপ্পি আমাকে বিয়ে করে নাই ও সে আমার সাথে ঘর-সংসারও করে না উল্টো বিভিন্ন সময় আমাকে নানা ধরনের ভয়-ভীতি হুমকি দেয় মামলা তুলে নেওয়ার জন্য ও মামলার তারিখের সময় হলে আমাকে আদালতে যেতে দেয় না, দলবল নিয়ে আমার বসত বাসায় এসে হাজির হয়, আমাকে ও আমার বা”চাকে অস্ত্রের মুখে জিম্মী করে রাখে এ বিষয়ে খিলগাঁও থানায় গিয়ে আমি একাধিকবার বাপ্পিগংদের বিরুদ্ধে আইনগত বব্যস্থা নেয়ার জন্য পুলিশকে অবগত করলে, থানা পুলিশ কোন আইনানুগ ব্যবস্থা নেন না। তানিম রেজা বাপ্পি একজন বড়মাপের আন্ডারওয়ার্ল্ড কিলারদের সহযোগী কিলার, সে বিএনপি দলের সদস্য, মির্জা আব্বাসের লোক এবং বহু মানুষের হত্যাকারী এবং বিভিন্ন থানার বহু মামলার পলাতক আসামী ও মামলা হওয়ার পরেও একাধিকবার আমাকে জোরপূর্বক গনধর্ষন করে। এ বিষয়ে নিয়ে খিলগাঁও থানাসহ পুলিশের বিভিন্ন দারে দারে ঘুরে বেড়ালেও কোন ন্যায় বিচার এবং পতিকার পাচ্ছি না।
প্রকাশ থাকে যে, আমার ছেলে ও আমার অপহর, হত্যা, গুমসহ যে কোন ক্ষতিসাধনের জন্য দায়ী থাকবে খিলগাঁও থানার বর্তমান ওসি ও জিডির তদন্ত কর্মকর্তা এ.এস.আই. শিমুল বিল্লাহ মোবাইল নং-০১৭১৬৫১৩৬৯৫।
জিডি গ্রহনের সময়ের ডিউটি অফিসারগন এবং হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ ও পিবিআই এবং আমার মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোকতার আশরাফ উদ্দিন, পুলিশ পরিদর্শক এস.আই.এন্ড অর্গানাইজা ক্রাইম দক্ষিন পিবিআই, ঢাকাসহ আমার দুই মামলায় উল্লেখিত আসামীগন।
ঐ নারী গত ২২/১২/২০২২ইং তারিখ মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, মহা-পুলিশ পরিদর্শক, ডি.এম.পি. পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। যাহার হেডকোয়াটার্স রিসিভ নং-ঝখ-১১২২।
এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ-এ মুঠফোনে যোগাযোগ করা হলে তাকে না পাওয়াই তাদের বক্তব্য নেওয়া হয়নি।