সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আগের চাইতে উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানা গেছে।
মির্জা আব্বাসের ঘনিষ্ঠ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল আলম মঞ্জু বলেন, আমার সঙ্গে রোববার (৫ জুন) রাতে ভাবির (আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস) সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন, আব্বাস ভাইয়ের শারীরিক অবস্থা আগের চাইতে ভালো। অপারেশন করা লাগবে না। চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব।
মঞ্জু আরও জানান, সম্পূর্ণ সুস্থ হয়ে আব্বাস ভাইয়ের দেশে ফিরে আসতে আরও কিছু দিন সময় লাগবে। আরও কয়েকদিন পরে জানা যাবে, তিনি কবে দেশে ফিরে আসতে পারবেন।
গত ২৪ মে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে যান মির্জা আব্বাস। তার আগে ১৭ মে ভোরে পাকস্থলীর অসুস্থতা নিয়ে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নেওয়া হয়।