সিএনএম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া মাছঘাটের মেঘনা নদীতে ১০ মণ জাটকা (ইলিশের পোনা) জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারের নির্দেশে জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
সকাল ৯টার দিকে অবৈধভাবে জাটকা বিক্রির দায়ে চারজনকে আটক করে র্যাব। বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
আটকরা হলেন-মো. রিপন (৩৮), মো. শরিফুল ইসলাম(১৮), মো. জুয়েল (৪২) ও মো. ফারুক। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেয়া হয়।
বিকাল সাড়ে ৫টায় র্যাব-১১-এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।