1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নতুন রাজনৈতিক দল, নিবন্ধনের জট খুলছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১২.০২ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে
শিগগিরই নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে কবে থেকে দলগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালের ৩০ অক্টোবর নিবন্ধনের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। সে বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন দল ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করার সুযোগ পায়। সে সময় ৭৬টি দল আবেদন করলেও কোনো দলকেই নিবন্ধন দেয়নি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। যদিও পরবর্তী সময়ে আদালতের আদেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয় ইসি।
সাড়ে চার বছর পর নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জট খুলতে যাচ্ছে- এ প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সময়ের আলোকে বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াটা সারা বছর চালু রাখতে আইনগত কোনো বাধা নেই। তা না করে প্রতিবার নির্বাচনের আগে দলগুলোকে একবারের জন্য সুযোগ দেওয়া হয়। ২০১৭ সালে আমরা আবেদন করেও নিবন্ধন পাইনি। আমি উচ্চ আদালতে গিয়ে রায়ও পেয়েছি। এরপরও নিবন্ধন দেওয়া হয়নি। নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বর্তমান কমিশনের যে সদিচ্ছা আছে, সেটার প্রমাণ হবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে আদালতের রায় কার্যকর করলে। নির্বাচন কমিশনার মো. আলমগীর সময়ের আলোকে বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন খুব তাড়াতাড়ি দেওয়া হবে। এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তবে দেরি হবে না এটুকু বলতে পারি।
২০২৩ সালের শেষের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনি এলাকার অমীমাংসিত সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ বেশকিছু কাজ শুরুর দিকেই করতে চায় কমিশন। সূত্রে জানা গেছে, এই বিষয়ে সংশ্লিষ্ট শাখা কমিশনে নথি উপস্থাপন করার জন্য প্রস্তুতি  নেওয়া হচ্ছে। কমিশন সায় দিলেই এ বিষয়ে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন।
নির্বাচন সহায়তা-১-এর সহকারী সচিব রৌশন আরা বেগম  বলেন, গত কমিশনের সময় কোর্টের রায় পাওয়ায় দুটি রাজনৈতিক দলকে নিবন্ধ দেওয়া হয়েছিল। এর বাইরে কোনো দলকে দেওয়া হয়নি। এই কমিশন দায়িত্ব নেওয়ার পর রোজা ও ঈদ গেল, এখনও কোনো আলোচনা হয়নি। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি তারা সিন্ধান্ত নিলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করার বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে খসড়া তৈরি করা হচ্ছে, কমিশনাররা অনানুষ্ঠানিক সভা করছেন। এগুলো এখনও আমাদের পর্যায়ে আসেনি। আরও ১০-১৫ দিন হয়তো লাগতে পারে।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে ইসি। প্রথম বছর ১১৭টি আবেদন জমা পড়ে। শর্ত পূরণ সাপেক্ষে ৩৯টি দল নিবন্ধন পায়। এর আগে দশম সংসদ নির্বাচনের আগে ৪৩টি দল নিবন্ধনের আবেদন করেছিল। তার মধ্য থেকে ৪১টিকে বাদ দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সাংস্কৃতিক মুক্তি জোটÑ এ দুটি দলকে নিবন্ধন দিয়েছিল কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com