ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম পদ্ধতিতে ভোটের বিষয়টি সামনে এনেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবশ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা কোনো চাপ অনুভব করছি না। তিনি প্রধানমন্ত্রী হিসেবে না আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়ার কথা বলেছেন, বিষয়টি স্পষ্ট নয়। ইভিএম পদ্ধতিতে সর্বোচ্চ ১৩০ আসনে ভোট করার সক্ষমতা আছে।
তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করেন, জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি। তাই ইসির সক্ষমতা না থাকলেও এই দেড় বছরে সেটি অর্জন করবে।
তারা বলেন, ইভিএম একটি প্রযুক্তিগত পদ্ধতি। বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। তাই বিশ্বায়নের যুগের সঙ্গে থাকতে গেলে ইভিএম পদ্ধতিই সঠিক। তা ছাড়া ইভিএম পদ্ধতিতে ভোট হলে সেটি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই পদ্ধতিতে কোনো কারচুপি হওয়ার আশঙ্কা থাকবে না। একই সঙ্গে মানুষও স্বাচ্ছন্দ্যে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। কারণ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা চাই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকুক।
অন্যদিকে ইভিএম পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিরোধিতা করছে বিরোধী দল বিএনপিও। এরই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি একটি অগণতান্ত্রিক দল। তারা চায় না দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা কখনও দেশের মানুষের কথা চিন্তা করে না। তাই ইভিএম পদ্ধতির বিরোধিতা বিএনপি করবে এটাই স্বাভাবিক।
‘সর্বোচ্চ ১৩০ আসনে তাদের ইভিএমে ভোট করার সক্ষমতা আছে’ নির্বাচন কমিশনারের (সিইসি) এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে চায়। আমরা চাই নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী করুক। এটা যদি না পারে সেটা ভিন্ন কথা। আমরা আওয়ামী লীগ দলগতভাবে এটা চাই।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে নির্বাচন চাই। এখন নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা করবে। আমাদের কথা আমরা বলেছি। ইভিএম পদ্ধতিতে ভোট হলে সেটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখানে কারচুপির কোনো বিষয় থাকবে না। বিশ্বের অনেক দেশেই ইভিএম পদ্ধতিতে ভোট হয়। সেখানে তো কেউ কথা বলে না। এটি একটি প্রযুক্তিগত ব্যবহার। বিশ্ব অনেক এগিয়ে গেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইভিএম পদ্ধতিতে ৩০০ আসনে আওয়ামী লীগ ভোট চায়।
ইভিএম পদ্ধতিতে বিএনপির মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট হলে নির্বাচন নিরপেক্ষ হবে, এটি তারা বুঝতে চাইছে না। তারা শুধু বলার জন্য স্বভাবসুলভভাবে একের পর এক কথা বলে যাচ্ছে। তারা বিতর্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এখন পর্যন্ত ইভিএম পদ্ধতিতে যেখানে ভোট হয়েছে, এমন কোনো নজির পাওয়া যায়নি, যেখানে ভোট কারচুপি হয়েছে। ইভিএম পদ্ধতিতে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট হবে। বিএনপি সেই আগের আমলের কথাই এখনও ভাবছে। গুন্ডা-পান্ডা ও ষণ্ডা নিয়ে নির্বাচনকে বিতর্ক করার যে কৌশল- সেই পথে তারা হাঁটছে। তাদের চিন্তার কোনো প্রসার ঘটেনি। তাদের মধ্যে চিন্তার সীমাবদ্ধতা রয়েছে। এখন তাদের কথা তারা বলছে, আমরা তো তাদের মুখ বন্ধ করতে পারব না। তারা তো পুরনো রেকর্ড বাজিয়ে আসছে, তারা নাকি নির্বাচনেই আসবে না। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। তবে বিএনপি কোন পথে হাঁটছে, সেটি বোঝা মুশকিল। তারা দেশের মানুষকে উৎকণ্ঠার মধ্যে ফেলে দিচ্ছে। তারা শুধু হতাশার কথা বলে। সব যেন তাদের মামাবাড়ির আবদার।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে ভোটের কথা বলেছেন। একটি কথা মনে রাখতে হবে, তিনি যেমন আওয়ামী লীগের সভাপতি, তেমনি দেশের মানুষের ভোটে নির্বাচিত সফল প্রধানমন্ত্রী। তিনি তার কথা বলছেন। নির্বাচন কমিশন তার সক্ষমতার কথা বলছে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশনকে ভাবতে হবে, কারণ তিনি সরকার ও দেশ চালান। এটা অযৌক্তিক নয়। সরকার চাইলে ইভিএম পদ্ধতিতে ৩০০ আসনে ভোট করা কোনো বিষয় নয়। ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট করার জন্য যে প্রযুক্তি দরকার, সেটি সরকার চাইলে ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি তো কত কথাই বলে, ওরা তো বলবেই। তারা যখন সরকারে ছিল, সেটি ছিল ব্যর্থ সরকার। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সেই সময় হিসাব করলে, আর আজকের হিসাব করলে সবকিছু স্পষ্ট হয়ে যায়। মানুষের মাথাপিছু আয় আজকে ২ হাজার ৮২৫ মার্কিন ডলার। তখন রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার। আর আজকে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ। তারা তো ভোট ডাকাতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান ভোট ডাকাতির প্রক্রিয়া চালু করে গেছেন। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে। আওয়ামী লীগ একটি শক্তিশালী দল। আর বিএনপি একটি অগণতান্ত্রিক দল। যাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি আছে। খালেদা জিয়া-তারেক রহমান দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। আর তারেক রহমান একজন বিশ্বচোর। ওরা আর কী করবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে ভোটের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। সেটি তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবেই বলেছেন। আজকে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে, সেটি তাদের সক্ষমতা অনুযায়ী বক্তব্য দিয়েছেন। নির্বাচনের এখনও দেড় বছর বাকি। নির্বাচন কমিশন চাইলে দেড় বছরের মধ্যে ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট করার সক্ষমতা অর্জন করতে পারে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের সে আস্থা ও বিশ্বাস আছে।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি তো ইভিএম পদ্ধতির বিপক্ষে থাকবেই। কারণ বিএনপি সবসময় আওয়ামী লীগ যেটি বলে তার অপজিটে তাদের কথা বলতে হবে। তারা একটি অশুভ শক্তি। আর তাদের কাজ ও অশুভ শক্তির মতো। তারা গুজব ছড়িয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। মানুষের মধ্যে বিষাদের ছায়া ফেলতে চায়। আর আওয়ামী লীগ শুভ চিন্তার দল। দেশের স্বার্থের বাইরে কোনো চিন্তা করে না আওয়ামী লীগ। আমাদের সঙ্গে দেশের জনগণ আছে। আমরা উন্নয়নে বিশ্বাস করি। গণতন্ত্রে বিশ্বাস করি। আর বিএনপি এখন খাদের কিনারায়। তারা একটি ডুবন্ত জাহাজ। তাদের টেনে তুলবে কে? তারা যদি না ওঠে, তাদের টেনে তোলার শক্তি কারও নেই।