বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলার থানচিতে ৩ কেজি ৭শ’ গ্রাম আফিম উদ্ধার করেছে র্যাব ও বিজিবি।
মঙ্গলবার (৯ মার্চ) থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছতলা নামক স্থানে অভিযান চালিয়ে এসব আফিম উদ্ধার করে র্যাব ও বিজিবি।
আটক আফিম ব্যবসায়ীর নাম লেংরাও ম্রো (১৯)। সে থানচির ২নং তিন্দু ইউনিয়নের রেংবো পাড়ার রেংথোন ম্রোর ছেলে।
জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) থানচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকাস্থ থানচি বাজারের মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছতলা নামক স্থানে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল এবং র্যাব যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ প্যাকেটে ৩ কেজি ৭শ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধারকৃত আফিমসহ মাদক ব্যবসায়ীকে থানচি থানায় সোপর্দ করা হয়েছে।
থানচি থানার এসআই শাওন বলেন, আফিমসহ একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।