চট্টগ্রামের পটিয়ায় হামলার শিকার উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দলটির কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জিতেন কান্তিকে দেখতে যান তিনি। এ সময় জিতেনের শয্যা পাশে বসে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসার খোঁজ নেন আমিন।
তিনি বলেন, হামলাকারী যেই হোক তার কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীর কঠিন শাস্তি পেতে হবে। শেখ হাসিনার আওয়ামী লীগে সন্ত্রাসী, অপরাধীদের ঠাঁই নেই।
ইফতার অনুষ্ঠানের ব্যানারে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বদরুউদ্দিন মোহাম্মদ জসীমের নাম না থাকায় তার লোকজন গত শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলার পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধর করে।
আহত জিতেন কান্তিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাছে বেঁধে জিতেন কান্তি গুহকে মারধরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জসীমসহ তার ছেলেকে গ্রেপ্তার করে।