রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনে পশ্চিমাদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করেছে রুশ সেনারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপোরিজ্জিয়া অ্যালুমিনিয়াম কারখানা এলাকায় সুনির্দিষ্ট দূরপাল্লার সাগরভিত্তিক ক্যালিবার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এখানে রাখা ছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ, যা ইউক্রেনীয় সেনাদের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। তবে কোন ধরনের অস্ত্র ধ্বংস করা হয়েছে তা জানায়নি রাশিয়া।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ৪০টি দেশ জার্মানিতে মিলিত হয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে, রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনীয় সেনাদের জন্য সবকিছু করা হবে।