আগামী মাসে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। টুর্নামেন্ট দুটি উপলক্ষে বিকেএসপিতে প্রায় এক মাসের নিবিড় অনুশীলন করেছেন রাসেল মাহমুদ জিমিরা। এখন মাঠের লড়াইয়ে নামার অপেক্ষা। আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের বাছাই পর্ব।
আসরটি শেষ হতেই মালয়েশিয়ায় উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে ২৩ মে থেকে ১ জুন হবে এশিয়া কাপ। আসর দুটোর জন্য বুধবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। স্ট্যানবাই হিসেবে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে দ্বীন ইসলাম ইমন আর নাহিয়ান শুভকেও। বিষয়টি নিশ্চিত করেছেন বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
৩৬ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হয় ক্যাম্প। পরে সেটি ২০ জনে নামিয়ে আনা হয়। ওই ২০ জন নিয়েই ৪ মে থাইল্যান্ডগামী বিমান ধরবেন দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি। তার অধীনেই বিকেএসপিতে নিবিড় অনুশীলন করেছে দল। টানা অনুশীলনের ধকল কাটাতে বুধবার জিমি-রেজাউলদের তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। ছুটি শেষে আবার অনুশীলনে ফিরবেন তারা। থাইল্যান্ডের পাড়ি জমানোর আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে ১ এবং ২ মে অনুশীলন করবে দল।
এরই মধ্যে এশিয়া কাপ হকির সূচি প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া আর ওমান। অন্যদিকে ‘এ’ গ্রুপের চার দল হচ্ছে- ভারত, পাকিস্তান, জাপান আর ইন্দোনেশিয়া। ২৩ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সুবজের প্রতিনিধিদের এশিয়া কাপ মিশন। ২৪ মে ওমানের সঙ্গে দ্বিতীয় ও ২৬ মে মালয়েশিয়া বিপক্ষে তৃতীয় ম্যাচটি খেলবে তারা।
এশিয়ান গেমসের বাছাইয়ে দলকে নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। বাছাই শেষে মালয়েশিয়ায় যাবে দল, সেখানে হবে এশিয়া কাপ। ওই আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন খোরশেদুর রহমান। গ্রুপ প্রতিপক্ষরা শক্তিধর হওয়ায় এশিয়ান গেমস বাছাইয়ে অন্তত একটা ম্যাচ জয়ের আশা বাংলাদেশের।