চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখালেও ঐতিহ্যবাহী দলটির হয়ে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। জাতীয় দলের ব্যস্ততা আর পারিবারিক বিপদ কাটিয়ে সুপার লিগ পর্ব থেকে মোহামেডানের জার্সিতে মাঠে নামার কথা ছিল বাঁহাতি অলরাউন্ডারের। তবে এবার সুপার লিগে উঠতে ব্যর্থ মোহামেডান, বাদ পড়েছে লিগ পর্বে। এজন্য নিয়ম মেনেই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হবে ডিপিএল খেলবেন সাকিব।
রূপঞ্জের হয়ে সুপার লিগের বাকি ৪টি ম্যাচ খেলবেন সাকিব। এই ৪ ম্যাচ দিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে চান তিনি। আজ (বুধবার) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন সাকিব।
বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বলেন, ‘একদম হঠাত করে সিদ্ধান্ত (দলবদল) নেওয়া। এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া। যেহেতু ভাবলাম একটা সুযোগ আছে খেলার। যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজটা আছেয এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি তো আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’
সঙ্গে যোগ করেন সাকিব, ‘যেহেতু অনেকদিনের গ্যাপ একটা হয়ে গেল, প্রায় এক মাসের গ্যাপ হয়ে গেল যে ক্রিকেট খেলি নাই। তো সুপার লিগের এই চারটি ম্যাচ খেলতে পারি তো খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। সে জন্যই সুযোগটা নেওয়া।’
৮ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এই সিরিজে সাকিব খেলবেন কি-না এনিয়ে সংশয় থাকলেও সে শঙা উড়িয়ে দিলেন সাকিব।
সাকিব বললেন, ‘সন্দেহর তো কোনো ইয়ে (কারণ) ছিল বলে আমার মনে হয় না। যদি কোনো জরুরি থাকতো তো অবশ্যই সেটা অন্য জিনিস। এখন অবশ্যই ভালো অনুভব করছি, এখন ফোকাসটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে পরবর্তী যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’