টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে শক্তিশালী মাদক ক্রিস্টাল মেথ বা আইসের দুই কেজির একটি চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আটক করা হয়েছে একজনকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, মিয়ানমার থেকে আইসের চালান বাংলাদেশে আসছে এমন সংবাদে কয়েকদিন ধরেই তারা বিভিন্নস্থানে নজর রাখছিলেন।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২ কেজি মাদকসহ আব্দুল্লাহ নামে একজনকে আটক করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যায়।
উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য রাতেই ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে পাঠানো হয়।
আজ ফলাফলে দেখা যায় সেগুলো ক্রিস্টাল মেথ বা আইস। সিরাজুল ইসলাম বলেন, এটিই দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান।