যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি সম্প্রতি মালদ্বীপের ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। মালদ্বীপ সরকার কর্তৃক প্রদত্ত ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২’ আন্তর্জাতিক পদকটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রিপরিষদ বৈঠকে তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
মালদ্বীপ সরকার ক্রীড়াঙ্গনে নিজেদের সেরা ক্রীড়াবিদ, কোচদের পুরস্কৃত করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যক্তিত্বদেরও সম্মাননা পুরস্কার দিয়েছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ড ও মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কের দিক বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড পান। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসও মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।