বরিশাল জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লাকে হত্যাচেষ্টার ঘটনায় এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতাসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, একই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই মামলায় তথ্যগত ভুল ছিল। তাই ফৌজদারি কার্যবিধি ২০৫ (ঘ) অনুসারে রোববার (১৭ এপ্রিল) আদালতে নালিশি মামলাটি দায়ের করেছেন সুমন মোল্লার মা সেতারা বেগম।
তিনি আরও জানান, বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ শুনানি শেষে পূর্বের দায়ের করা জেনারেল রেজিস্ট্রার (জিআর) ২৭৮/২২ মামলার সঙ্গে একত্রে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রোববার আদালতে দায়ের করা মামলাটিতে ১৫ জনের নাম উল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সুমন মোল্লার মা সেতারা বেগম বলেন, রূপাতলী বাসস্ট্যান্ড দখলে নিতে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে তার সন্ত্রাসীরা ৪ এপ্রিল ইফতারের কিছুক্ষণ আগে আমাদের ঘরসহ মোট তিনটি ঘরে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার ছেলে সুমন মোল্লাকে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়।
মামলায় এক আসামি গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। তাদের পুলিশ আটক করছে না। তিনি বলেন, আমি ঘটনার বিচার চাই।
আদালতে দায়ের করা মামলায় আসামিরা হলেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির, তার ভাই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মামুন মোল্লা, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিুকর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, মঈন সিকদার, ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা, আজম, বাসার, সুরুজ, পান্না মৃধা, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাফিন মাহমুদ তারিক, শফিকুল ইসলাম ওয়ারেছ ও জাহিদ।
এছাড়া মামলায় আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।