বিশেষ প্রতিবেদকঃ
বিদেশে পাঠানোর নাম করে এক সন্তানের জননীকে ধর্ষনের চেষ্টায় সবুজবাগ থানায় গতকাল বুধবার অভিযোগ দায়ের করেন পপি (ছদ্মনাম) একজন নারী।
থানার পুলিশ ভিকটিমের অভিযোগটি প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তদন্তকালে ভিকটিমকে সাথে নিয়ে ঘটনাস্থল ৯৭/বি পূর্ব বাসাবো (নীচতলা) পুলিশ গিয়ে এর সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে ৫ জন নারী ও ৪ জন পুরুষকে তালাবদ্ধ ফ্লাট হতে আটক করতে সক্ষম হন।
অভিযান শেষে আটককৃতদের সবুজবাগ থানায় এনে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ধারা- ২০১২ সনের ১২/১৩ নং ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৪২, তাং- ২৫/০২/২০২১ খ্রিঃ।
মামলার এজাহার থেকে জানা যায়,আসামী ১. লিপি আক্তার (৩০) পিতা মৃত- খোরশেদ আক্তার/ রশিদ সাং – বাহাদুরপুর, থানা- বাঞ্জারামপুর জেলা- বি.বাড়িয়া, ২.লিপি বেগম (৪০) পিতা – রাজ্জাক হাওলাদার সাং- রামনগর থানা- বাউফল জেলা- পটুয়াখালী, ৩. পারভিন বেগম (২৫) স্বামী- রাজু আহম্মেদ সাং- বাগেরচর থানা+জেলা- শেরপুর, ৪. লিপি বেগম (২৪) পিতা-মনিরুজ্জামান সাং- বদরপুর থানা- গৌরনদী জেলা- বরিশাল, ৫. রত্না বেগম (২০) পিতা- আমিনুল ইসলাম সাং- টুকরিয়া থানা- পীরগঞ্জ জেলা- রংপুর ৬.ইদ্রিস আলী (৪২) পিতা- মৃত ইনসান আলী সাং- চাকদ,সদরবাড়ি থানা- মেলান্দহ জেলা-জামালপুর, ৭. রিপন (২৫) পিতা- কলি মাহমুদ সাং- চারাইদাথানা- মেলান্দহ জেলা-জামালপুর,৮. মোঃ বাসির (২৭) পিতা- মোঃ আমিজল সাং- বানিয়াপাড়া থানা- দেওয়ান গঞ্জ জেলা- জামালপুর, ৯. মোঃ রিয়াদ (২৫) পিতা- মান্নান ব্যাপারি সাং- বিষ্নপুর থানা+জেলা- চাদঁপুর। গন ঘটনাস্থল ৯৭/বি পূর্ব বাসাবো (নীচতলা) ফ্লাটে আসামীরা পতিতালয় স্থাপন করিয়া গৃহের অভ্যান্তরে বহিরাগত লোকজন আনিয়া পতিতাবৃত্তি কাজ করে। আসামীদের জিঞ্জাসাবাদ করা হলে তারা সত্যতা শিকার করে।
ভুক্তভোগী নারী তাহার মুঠোফোনে (০১৯২১০৩৩২১৩) ক্রাইম নিউজ মিডিয়া প্রতিবেদকে জানায়, তিনি স্বামী পরিত্যাক্তা তাহার একমাত্র ছেলে রাকিব (১৩) কে নিয়া বর্তমান ঠিকানার বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। বিগত ০৩ (তিন) বৎসর পূর্বে জসিমউদ্দিন বাবু, রেহেনা পারভিন, শিশির, রুমা তাহাকে সৌদি আরবে পাঠায়। সেই সুবাদে তাদের সাথে তার পরিচয় ও সুসম্পর্ক তৈরী হয়।
সৌদি আরব হতে তিনি বাংলাদেশে এসে মানিকনগর ছেলেকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। বিগত ০১ (এক) মাস পূর্বে জসিমউদ্দিন বাবু, রেহেনা পারভিন, শিশির, রুমা দ্বয়ের সাথে যোগাযোগ হইলে তাহারা তাহাকে দুবাই পাঠাতে পারবে বলিয়া আশ্বাস দেয়।
ভুক্তভোগী নারী বলেন,তিনি তাদের কথায় ইচ্ছা প্রকাশ করে গত ২৪/০২/২০২১ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় রেহেনা ফোন করিয়া বিদেশের বিশেষ কথা আছে বলিয়া ভিকটিমকে বাসাবো টেম্পু স্ট্যান্ডে যাইতে বলে। তাহাদের কথা মত সরল বিশ্বাসে বাসাবো টেম্পু স্ট্যান্ডে দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় গেলে সেখানে যাওয়ার পর সবুজবাগ থানাধীন তাদের ৯৭/১, পূর্ব বাসাবোস্থ বাড়ীর পাশের বাড়ী (ঘটনাস্থল ৯৭/বি পূর্ব বাসাবো) বাসার নীচ তলায় নিয়ে দুপুর অনুমান ২.১৫ ঘটিকার সময় বাসায় যাওয়ার পর বাসার কক্ষে জসিমউদ্দিন বাবু-গং সহ আরো চার/পাচঁজন মেয়ে দেখতে পান। ফ্লাটে থাকা মেয়েদের বিষয় জানতে চাইলে রেহেনা পারভিনগনরা জানায় উক্তমেয়েরা ও বিদেশ যাবে। অতঃপর সকলে তাহাকে দুবাই পাঠানোর প্রক্রিয়ার বিষয় নিয়া আলোচনা করে। আলোচনার একপর্যায় ইং ২৪/০২/২০২১ তারিখ বিকাল অনুমান ২.৪৫ ঘটিকার সময় জসিম উদ্দিন বাবু একক ভাবে কথা আছে বলিয়া পাশের রুমে নিয়া যায় ভিকটিমকে। সে রুমের মেঝেতে বিছান তোষকের উপর ফেলিয়া জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এমতাবস্থায় কৌশলে উক্ত বাসা থেকে বাহির হইয়া আসিয়া একপর্যায়ে থানায় লিখিত অভিযোগ করেন ।
সবুজবাগ থানা পুলিশ তদন্ত শেষে প্রাথমিক সত্যতা পাওয়ার পর জসিমউদ্দিন বাবু, রেহেনা পারভিন, শিশির, রুমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন । যাহার নং- ৩৯, তাং- ২৫/০২/২০২১ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন /২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (৪)(খ)/৩০