1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দক্ষিণ আফ্রিকায় বাড়তি স্পিনার খেলানোর ভাবনা বাংলাদেশের

  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৮.৫৩ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

‘আমরা শ্রীলঙ্কায় স্পিনে ভালো খেলেছি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় স্পিনাররা একটু সহায়তা পেলে আমরা নড়বড়ে হয়ে যাচ্ছি। স্পিন খেলতে আমাদের সবসময়ই সমস্যা ছিল। মাঠের চতুর্দিকে রান তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমরা আগ্রাসী হবো, কিন্তু স্পিনে রান তুলতে তো স্মার্টও হতে হবে। বাংলাদেশের স্পিনাররা ধীরে বল করেছে। তাই এসব বলে বড় শট খেলা কঠিন।’- ওয়ানডে সিরিজ হারের পর বলছিলেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ মার্ক বাউচার।

দক্ষিণ আফ্রিকায় উইকেটগুলো সচরাচর পেস বান্ধব, দ্রুতগতির আর বাউন্সি। অথচ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশ দলের স্পিনারদেরই কৃতিত্ব দিয়েছেন বাউচার। ওয়ানডের পর এবার টেস্টের লড়াই। সম্প্রতি বাংলাদেশ দল পেস বিভাগে ভালো করলেও প্রোটিয়াদের দুর্বলতাকে কাজে লাগাতে দুই ম্যাচের এই সিরিজে স্পিনে প্রধান্য দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে সফরকারীরা। প্রয়োজনে বাড়তি একজন স্পিনার খেলাতে চায় বাংলাদেশ দল।

সাকিব আল হাসান না থাকায় কম্বিনেশন ঠিক করতে একটু বিপাকে পড়তে হচ্ছে টাইগারদের। সাকিব থাকলে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাড়তি আরেকজন স্পিনার খেলানো যেত। তবে সাকিবের জায়গা তাইজুল ইসলাম নিলে ব্যাটিং গভীরতা কিছুটা কমে যাবে। তবুও স্পিনার না হলেও বাড়তি একজন বোলার খেলানোর ভাবনার কথা জানালেন সুজন।

সুজন বলেন, ‘এখনও কম্বিনেশন ঠিক করিনি। মাউন্ট মঙ্গানুই (নিউজিল্যান্ডে জয়) টেস্টের ভাবনা তো আছেই। সাথে আরেকজন বোলার যুক্ত করা যায় কি না সেই ভাবনাও আছে। হয়ত ব্যাটিং একটু দুর্বল হবে। যেকোনো টেস্ট দলের প্রথম ব্যাটসম্যানদের গড় ৪০ এরও বেশি। আমাদের যখন এরকম হবে তখন হয়ত এই সাহসগুলো আরও বেশি দেখাতে পারব। এখন হয়ত একটু কঠিন হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব।’

ওয়ানডে সিরিজের ক্ষত মুছতে স্বাভাবিকভাবেই টেস্ট সিরিজটি জিততে চাইবে প্রোটিয়ারা। সেক্ষেত্রে স্পিন আতঙ্ক দূর করতে আরো বেশি পেস সহায়ক উইকেটের দিকে হাঁটতে পারে স্বাগতিকরা। এমন ভাবনা আছে বাংলাদেশ দলের। তবে উইকেট যেমনই হোক, নিজেদের সেভাবেই প্রস্তুত করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সঙ্গে যোগ করেন সুজন, ‘এই কন্ডিশনে ২০ উইকেট নিতে গেলে পেসারদের ওপর নির্ভর করতেই হবে। আমাদের এখন সেই কোয়ালিটি আছে। এবাদত ১৪০-এ বল করে। আমাদের তিন পেসার আছে। নতুন বল কাজে লাগানো গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কাজও করছি। দেশের লেন্থ ও এখানকার লেন্থে ভিন্নতা আছে। নিউজিল্যান্ডে যে লেন্থে বল করে সফল হয়েছে সেটা হয়ত এখানে কাজে লাগবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com