বাংলাদেশে ক্রিকেটে যে কজন ক্রিকেটারের গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা সেঁটেছে, তাদের একজন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। লাল বলের ফরম্যাটে নিয়মিত হলেও সম্প্রতি একাদশে জায়গা হচ্ছে না তার। টেস্টে বাংলাদেশ দলের হয়ে সবগুলো সিরিজে ডাক পেলেও এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারাতে হয়েছে রাহিকে। ডানহাতি এই পেসারকে টেস্ট ফরম্যাটের চুক্তি থেকে বাদ দেওয়ার জন্য একাদশে ‘নিয়মিত’ নন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।
মিরপুরে আজ (শুক্রবার) সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘রাহী মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারও তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’
টেস্ট দলের নিয়মিত সদস্য রাহি সবশেষ নিউজিল্যান্ড সফরের ২ টেস্টের একাদশে ছিলেন নাম। তার আগে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খললেও ঢাকা টেস্টে একাদশে জায়গা হারান ‘কম্বিনেশনের’ কারণে। এক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে ইয়াসির আলি রাব্বি আর মাহমুদুল হাসান জয়ের। রাব্বি ৩ আর জয় মাত্র ২ টেস্ট খেলেই প্রথমবারের মতো ঢুকে পড়েছেন এই ফরম্যাটের চুক্তিতে।
ব্যাখ্যা দিয়ে নান্নু বলেন, ‘জয়ের সাথে রাব্বিক দেওয়া হয়েছে লাল বলে উৎসাহ দেওয়ার জন্য। টেস্ট ক্রিকেটকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। কিছু তরুণ খেলোয়াড়কে চুক্তিতে নেওয়া হয়েছে যাতে বাকি ক্রিকেটারদেরও টেস্টের প্রতি আগ্রহ থাকে এবং মনোযোগের সাথে খেলে। সেই চিন্তা করেই এই দুই জনকে নেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। যেখানে তিন ফরম্যাটে আলাদা আলাদা চুক্তিতে সব মিলিয়ে সুযোগ পেয়েছেন ২১ ক্রিকেটার। তবে কে কোন গ্রেডের চুক্তিতে আছেন সেটি এখনো জানায়নি বোর্ড।
নান্নু বললেন, ‘আপনারা ইতোমধ্যে ২১ জনের একটা তালিকা পেয়েছেন। আমরা চুক্তির নামগুলো দিয়েছি। এক বছরের জন্য নির্বাচক প্যানেল এই নামগুলো বোর্ডে দিয়েছে। পরবর্তীতে গ্রেডিং ঠিক করা হবে, এটা ক্রিকেট অপারেশন্স থেকে করা হয়। এই ২১ জনকেই আমরা দিয়েছি।’