সিএনএম ২৪ডটকমঃ
আবারও বিতর্কে পপ গায়িকা রিহানা। ক্ষোভে ফুসছে ভারতীয়রা। প্রশ্ন উঠতে পারে কি এমন করলেন যে আমেরিকায় বসেই ঝড় তুললেন ভারতে। এবার রিহানার বিরুদ্ধে অভিযোগ অর্ধ নগ্ন হয়ে সনাতন ধর্মালম্বীদের গণেশের মূর্তি গলায় ঝুলিয়ে টুইটারে ছবি পোস্ট করেছেন তিনি। এতে করে হিন্দু ধর্মালম্বীদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছেন তিনি। রিহানার সেই পোস্টকে ঘিরে টুইটার জুড়ে নিন্দার ঝড় বইছে।
কী পোস্ট করেছেন রিহানা?
নিজের অন্তর্বাস সংস্থার জন্য ফটোশ্যুট করেছেন রিহানা। সেখান থেকেই একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন পপ গায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, শরীরের উপরের অংশে কোনও পোশাক নেই। গলায় ঝুলছে গণেশের হার।
ছবিটি পোস্ট কারার সঙ্গে সঙ্গেই ভাইরাল রিহানার অর্ধ নগ্ন সে ছবি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তোলা হয়েছে রিহানার বিরুদ্ধে। কেউ লিখেছেন, ‘রিহানা! সৌন্দর্যের নাম করে আমার ধর্মকে ব্যবহার করা বন্ধ করুন! গলার চেনের তলায় একটি গণেশমূর্তি রয়েছে। আমাদের হিন্দুদের জন্য গণেশ এক পবিত্রতার প্রতীক’! কারও দাবি, ‘এ ভাবে গণেশের মূর্তি গায়ে দেয়াটা ভীষণ আপত্তিকর!