কোনো কারণ ছাড়াই বেড়ে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর। বিমা খাতের এই কোম্পানির শেয়ারের দাম গত এক মাসে বেড়েছে দেড়গুণ। অথচ কোম্পানির কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬১ পয়সা। যা আগের বছরের একই সময় ছিল ৪৬ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছিল ১৫ পয়সা। গত ২৮ আগস্ট এই ঘোষণার পর কোম্পানির শেয়ারের দাম বাড়েনি। কিন্তু এখন হঠাৎ করে শেয়ারটির দাম বাড়ছে।
শুধু তাই নয়, ১৬ জানুয়ারি কোম্পানির ১ লাখ ৪৭ হাজারের মতো শেয়ার লেনদেন হয়েছিল। আর বুধবার ৬ লাখ ২৫ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার লেনদেনে কোনো কারসাজি চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্টক এক্সচেঞ্জ। ইতোমধ্যে শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা তা জানতে কোম্পানিকে চিঠি দিয়েছে ডিএসই।
কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে চিঠির মাধ্যমে ৯ ফেব্রুয়ারি বুধবার জানানো হয়েছে যে, শেয়ার দাম ও লেনদেন বৃদ্ধির পেছনে কোম্পানির কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য জানা নেই।