রাজশাহীর প্রবীণ সাংবাদিক ডা. মোজাহার হোসেন বুলবুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। ক্যান্সার আক্রান্ত হয়ে বুধবার ৯ (ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাদ আসর রাজশাহীর উপশহর নূর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে নগরীর হেতেমখাঁ গোরস্তানে মরদেহ দাফন করা হয়েছে। জানায়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ডা. মোজাহার হোসেন বুলবুল দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল ও যায়যায় দিনের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় সাংবাদিকতা শুরু করেন।
সর্বশেষ তিনি রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ডেপুটি ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি সিভিল সার্জন হিসেবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ডা. বুলবুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।