ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্য দুজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটে করোনায় আক্রান্ত ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫), নেত্রকোনার মদন উপজেলার রাশিয়া (৩৫) এবং উপসর্গ নিয়ে জামালপুর সদরের মনির হোসেন (৭০) এবং ময়মনসিংহ সদরের দিলীপ মিয়া (৫২) মারা যান।
তিনি আরও জানান, ওই সময় নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩২ জন। এ ছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।