সিএনএম প্রতিনিধিঃ
অনুমোদনহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী মজুত এবং বিক্রির অভিযোগে আট প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ১৭ লাখ টাকার অনুমোদনহীন নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীর কেরানীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত র্যাব-১০ এর সমন্বয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
শুক্রবার (৪ জুন) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী মজুত এবং বিক্রির অপরাধে ঢাকা নুর বেকারিকে এক লাখ ৫০ হাজার টাকা, মায়ের দোয়া বেকারি ও কনফেকশনারিকে ১ লাখ টাকা, মরনিং ফুড ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, মজিদ বেকারিকে ১ লাখ টাকা, মিম বেকারিকে ১ লাখ টাকা, বনলতা বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা, নিউ প্রোটিন বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা ও কর্ণফুলি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, ‘যারা অনুমোদনহীন, ভেজাল খাবার উৎপাদন, মজুত এবং বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে র্যাব।’