সিএনএম প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেবার অভিযোগে নাঈম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২।
রবিবার (২৩ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নাঈম হোসেন সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাদশা শেখের ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভিন্ন সময়ে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে নাঈম।
এক পর্যায়ে গত বুধবার (১৩ মে) ধারণকৃত অশ্লীল আপত্তিকর ছবি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয় নাঈম। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়লে স্কুল পড়ুয়া ছাত্রীর বাবা মাহবুব মন্ডল বাদি হয়ে সিরাজগঞ্জের সদর থানায় পর্নো গ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। ঐ ছাত্রীর পরিবারের আবেদনের ভিত্তিতে র্যাব নাঈমকে গ্রেফতার করে।
তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।