ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অসংখ্য সুপারহিট হিট সিনেমা উপহার দিয়ে ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন বহু আগেই। বর্তমানে সিনেমায় অনিয়মিত তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেতা। নিজের ব্যক্তিগত বিষয় ছাড়াও নানান সামাজিক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন ওমর সানী।
মঙ্গলবার ফেসবুকে এক ভিডিও বার্তা দেন তিনি।
আওয়ামী লীগ সরকার পতনের পর যে সকল শিল্পী ও কলাকুশলীরা আত্মগোপনে রয়েছেন, তাদের প্রকাশ্যে আসার কথা বলেন তিনি। যেখানে ওমর সানী স্পষ্ট বলেন, তোমাদের যে অপরাধ, মনে হয় না এর জন্য ফাঁসি হবে। তাই তোমার উচিত প্রকাশ্যে আসা।
প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিওর শুরুতেই ওমর সানী বলেন, ‘যারা আমার ফিল্ম আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলবো এবং যারা সংগীতের আর্টিস্ট। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লুকান্তরে আছো- তাদের উদ্দেশে এই কথাগুলো বলছি।’
আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশে ওমর সানী বলেন, ‘তোমাদের পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছো, দলের সাথে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছো, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রুপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।’
পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে দোষ স্বীকার করার আহ্বান জানিয়ে এই নায়ক বলেন, ‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসো তোমরা বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা!’