শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা পৌর শহরের জোড়া ব্রীজপাড় এলাকা থেকে মঞ্জু মিয়া (৩২) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর এলাকার সাফের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাৎ মামলায় শেরপুর বিজ্ঞ আদালত মঞ্জু মিয়াকে ৬ মাসের সাজার আদেশ দেয়। আদেশের পর থেকেই সে পলাতক ছিলেন।
নকলা থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) রতন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পৌর শহরের উত্তর বাজার জোড়া ব্রীজপাড় এলাকা থেকে মঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঞ্জু মিয়াকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।