লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জজ কোর্ট থেকে তিনি জামিন পান।
এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৯ মে সাবেক প্রতিমন্ত্রী ও চান্দিনার চারবারের এমপি বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের ওপর সরকার দলের স্থানীয় নেতাকর্মীরা হামলা চালালে তিনি আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। পরে থানায় আশ্রয় নিলে তাকে গ্রেপ্তার করা হয়।