করোনাভাইরাস নিয়ে কড়াকড়ি থাকছে না আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজে। করোনা মহামারি শুরুর পর এবারই প্রথম বাংলাদেশের আয়োজন করা কোনো আন্তর্জাতিক সিরিজে জৈব সুরক্ষা বলয়ের বিধি-নিষেধ থাকছে না। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজটি হবে বায়োবাবল গণ্ডির বাইরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বললেন, ‘এবার জৈব সুরক্ষা বলয় বলে তেমন কিছু থাকছে না। শুধু করোনাভাইরাস পরীক্ষা হবে। শ্রীলঙ্কা দল ৮ তারিখ ঢাকায় আসবে, চেষ্টা করা হবে তাদের সেদিনই টেস্ট করার।’
সঙ্গে যোগ করেন মনজুর, ‘এর বাইরে কারো যদি উপসর্গ দেখা দেয় সে ক্ষেত্রে করোনা পরীক্ষা করা হবে এবং নির্দিষ্ট একটা সময় পর সবার করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।’
জানা গেছে, শ্রীলঙ্কা দল আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার পর একবার করোনাভাইরাস পরীক্ষা করা হবে তাদের। বাংলাদেশ দলের পরীক্ষা হবে ৯ মে, চট্টগ্রামে। চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচ খেলে ঢাকায় ফিরে আবার রুটিন পরীক্ষা হবে দুই দলের। তবে থাকছে না সুরক্ষা বলয়। টিম হোটেল পরিবেশও থাকবে বলয়ের বাইরে।
তবে মনজুর বলেন দুই দলের প্রতিই বার্তা আছে মেডিক্যাল বিভাগের, ‘এমনিতেই কোন বিধি-নিষেধ নাই তবে আমাদের দিক থেকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার জন্য।’
দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে