দিন যত গড়াচ্ছে, আগামী মৌসুমে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের ঠিকানা নিয়ে গুঞ্জন ততটাই বাড়ছে। বর্তমান ক্লবা পিএসজির সঙ্গে নতুন চুক্তি করে ফ্রান্সেই থেকে যাবেন নাকি ভিনদেশের কোন ক্লাবে পাড়ি জমাবেন, তা নিয়ে ফুটবল জগতে জল্পনা-কল্পনার শেষ নেই। বৃহস্পতিবার ফরাসি সংবাদপত্র লা প্যারিসিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল, নতুন চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন এমবাপে এবং পিএসজি। তবে এমবাপের মা এই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করেছেন।
লা প্যারিসিয়ানের ওই প্রতিবেদনে এমবাপে এবং পিএসজি বর্তমান চুক্তিকে ২০২৪ পর্যন্ত বর্ধিত করার জন্য নীতিগতভাবে একমত হয়েছে। তবে এমবাপের মা ফায়জা লামারি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানিয়েছেন, লিগ আঁ চ্যাম্পিয়নদের সাথে নতুন চুক্তির ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাননি এমবাপে, ‘এমবাপে চুক্তি নবায়ন করছে বলে যে খবর বেরিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা।’
এমবাপের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে আগামী ৩০ জুন। তারপর ফ্রি এজেন্ট এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে স্প্যানিশ চ্যাম্পিয়নদের তরফ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। গত কয়েক মৌসুমে এমবাপেকে স্প্যানিশ রাজধানীতে নিয়ে যাওয়ার বেশকিছু ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবার তারা আশাবাদী, এমবাপে ফ্রি এজেন্ট হলেই তাকে দলে টানতে পারবে তারা।
এদিকে পিএসজিও দলের আক্রমণভাগের প্রাণভোমরাকে কোন ভাবেই ছাড়তে রাজি নয়, তাকে আরও অন্তত দুই বছরের জন্য রেখে দিতে চায় তারা। চলতি মৌসুমে পিএসজির হয়ে ৪৩ ম্যাচে ৩৫ গোল করেছেন এমবাপে।
রেকর্ড দশমবারের মতো লিগ জেতা পিএসজির চলতি মৌসুমে আরও তিনটি ম্যাচ বাকি আছে। মৌসুম শেষ হলেই এমবাপে তার পরবর্তী গন্তব্য নিয়ে ভাববেন বলে ধারণা করা হচ্ছে। তার আগ পর্যন্ত সেটা নিয়ে জল্পনা-কল্পনার ধোঁয়া যে আরও বিস্তৃত হবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।