নিজেদের আঙিনায় উত্তর বারিধারা ক্লাবকে নিয়ে ছেলেখেলাই করল বসুন্ধরা কিংস। হোম ম্যাচে হাফ ডজন গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শুক্রবার দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে শেখ জামাল। লিগের ১৩তম রাউন্ড জিতে টেবিলের শীর্ষ দুই স্থান রেখেছে যথাক্রমে বসুন্ধরা ও জামাল।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দুই অর্ধে তিনটি করে গোলের দেখা যায় কিংস। ম্যাচের ২৬ মিনিটে স্বাগতিকদের প্রথম লিড উপহার দেন মিগুয়েল ফেরেইরা। চার মিনিট বাদে তাদের ব্যবধান দ্বিগুণ হয় সোহেল রানার স্ট্রাইকে। ৭৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন নুহা মুরং। লিগে মধ্যবর্তী দলবদলে এই গাম্বিয়ান ফরোয়ার্ড যোগ দেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে।
বসুন্ধরা চতুর্থ গোলের দেখা পায় ম্যাচের ৮৭ মিনিটে। গোলদাতা তৌহিদুল আলম সবুজ। এরপর ইনজুরি টাইমে জালের দেখা পান সুমন রেজা ও আতিকুর রহমান ফাহাদ। তাতে ৬-০ ব্যবধানে অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের শিষ্যরা। লিগে এটি চ্যাম্পিয়নদের দশম জয়। ১৩ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ৩২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালের অর্জন ২৭ পয়েন্ট।
এদিন মুন্সীগঞ্জের ভেন্যুতে ২৮ মিনিটে তাদের এগিয়ে নেন মুসা নাজরে। দ্বিতীয়ার্ধে সলোমন কিং দ্বিগুণ করেন জামালের ব্যবধান। চার মিনিট বাদে মুক্তিযোদ্ধার হয়ে একটি গোল শোধ দেন আবুবকর বাকি কামারা। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি।