আবারও দক্ষিণ এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা সাফের সভাপতি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। টানা চতুর্থবার এ দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
২০০৯ সালে প্রথমবার সাফের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন, সেই থেকে দায়িত্বটা চালিয়ে যাচ্ছেন তিনি।
২৫ এপ্রিল ছিল সাফের সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অন্যসব পদে একাধিক প্রার্থী থাকলেও সভাপতি পদে কেবল সালাউদ্দিনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার সাফের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। আগামী ২৫ জুন ঢাকা সাফের নির্বাচনি কংগ্রেস অনুষ্ঠিত হবে। এর পরই দায়িত্ব বুঝে নেবেন সালাউদ্দিন।