চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াবা দিয়ে এক গৃহবধূকে ফাঁসানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি, ছয় পুলিশ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রোববার (৭ মার্চ ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।
বাদীর আইনজীবী মো. ইলিয়াছ জনান, পারিবারিক অশান্তি ও সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফের শরণাপন্ন হন বাদী। এ সুযোগে মিথ্যা প্রলোভন দিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে। পরে উপজেলা সদরের একটি গেস্ট হাউসে ধর্ষণের পর ইয়াবা দিয়ে ফাঁসানো হয় ওই গৃহবধূকে।
দীর্ঘ ছয় মাস পর মুক্তি পেয়ে বাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, উপপরিদর্শক (এসআই) মো. মুকিত হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া ও কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, সাইফুল ও বৈশাখী রহমান, পুলিশের তিন সোর্সসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার মামলাটি আমলে নিয়ে বাদীর বক্তব্য গ্রহণ করেন।