১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার ওই গোলটা ইতিহাসে লেখা অন্যভাবে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার হাত দিয়ে দেওয়া গোলটি ‘হ্যান্ড অব গড’ নামেই পরিচিত হয়ে আছে। এবার ওই ম্যাচের জার্সিটি উঠছে নিলামে। এর দাম অন্তত চার মিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে।
ম্যারাডোনার এই বিখ্যাত জার্সি ৩৫ বছর ধরে আছে ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজের কাছে। বিখ্যাত ওই কোয়ার্টার ফাইনালের পর আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় করেন তিনি। আলবিসেলেস্তেরা ম্যাচটিতে জয় পায় ২-১ গোলে। দ্বিতীয় গোলটিও আসে ম্যারাডোনার পা থেকে।
মাঝমাঠ থেকে একাই দৌড়ে গিয়ে গোল করেন তিনি। পরে ওই গোল স্বীকৃতি পায় ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে। তবে এটির চেয়েও পরের গোলটি নিয়েই আলোচনা বেশি হয় সবসময়। হজ নিজ দলের গোলরক্ষক পিটার শিলটনের কাছে বল দেন, ম্যারাডোনাও তখন লাফিয়ে উঠেন, বল জালে লাগার আগে সেটা ম্যারাডোনার বাঁ-হাতে লাগে।
তবে ওই ঘটনা ধরতে পারেননি রেফারি। গোল হিসেবে বৈধতা দেন তিনি, একই মত দেন লাইন্স ম্যানও। ম্যাচশেষে এই গোল নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, ‘গোলের কিছুটা হয়েছে ম্যারাডোনার হেডে আর বাকিটা ঈশ্বরের হাত।’ পরে অবশ্য স্বীকার করেন হাতটা ছিল তার নিজেরই।
ওই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও ঠাঁই করে নিয়েছিল ইতিহাসে। ২০০২ সালে ১৫০টি দেশের ৩ লাখ ৪০ হাজার মানুষের ভোটে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায় গোলটি। ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের দুই বিখ্যাত গোলের জার্সি নিয়ে আগ্রহটাও তাই তুঙ্গে।
আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সির জন্য বিডিং, চলবে ৪ মে অবধি। লন্ডনের সোতেবি নিউ বন্ড স্ট্রিট গ্যালারিতে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে জার্সিটি।